Sylhet View 24 PRINT

জুড়ীতে দোকানপাট বন্ধের ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ১৫:৫২:৩৯

ফাইল ছবি

জুড়ী প্রতিনিধি :: করোনাভাইরাস-এর প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে ও মানুেেষর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জুড়ী উপজেলার কাঁচা বাজার, খাবার, ফার্র্মেসী, হাসপাতাল ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি, মৌলভীবাজার এর সভাপতি, জেলা প্রশাসক নাজিয়া শিরিনের স্বাক্ষরে বুধবার দুপুরে জারিকৃত গণ বিজ্ঞপ্তির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক এ ঘোষণা দেন।

এছাড়া সাপ্তাহিক বাজার ও গবাদি পশুর হাটও বন্ধ থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.