Sylhet View 24 PRINT

ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে কুলাউড়ায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৫:৪০:৩৩

‌নিজস্ব প্র‌তি‌বেদক, কুলাউড়া :: করোনাভাইরাস প্র‌তি‌রো‌ধের অংশ হি‌সে‌বে কুলাউড়া শহরকে পরিচ্ছন্নতা ও জীবাণ‌ুমুক্ত কর‌তে জীবাণুনাশক স্প্রে করা হয়।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকাল থে‌কে পৌর এলাকার প্রধান সড়‌কে এ কার্যক্রম প‌রিচা‌লিত হয়।‌

কুলাউড়া উপ‌জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উ‌দ্যো‌গে এবং কুলাউড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাধ্য‌মে এই স্প্রে করা হয়। এসময় সর্বাত্মক সহ‌যোগীতায় মা‌ঠে ছি‌লো সেনাবা‌হিনী ও কুলাউড়া থানা পু‌লি‌শের এক‌টি টিম।

কুলাউড়া ফায়ার সা‌র্ভি‌সের ফায়ারম্যান সু‌হেল আহমদ জীবাণুনাশক স্প্রে করার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

কুলাউড়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী ছাড়াও স্প্রে কার্যক্রম তদার‌কি‌তে ছি‌লেন কুলাউড়া পৌর মেয়র মো. শ‌ফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ ইয়া‌রদৌস হাসান, ও‌সি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/এসএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.