আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

অবশেষে জুড়ীতে ফুটপাত উচ্ছেদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৬:৩২:২৮

জুড়ী প্রতিনিধি :: অবশেষে জুড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুড়ী শহরে অবৈধ দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

বৃহস্পতিবার সকালে তিনি শহরে অভিযান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুড়ী শহরের ডাকঘর সড়ক ও শিশুপার্ক চত্ত্বরে ফুটপাত দীর্ঘদিন থেকে সবজি, মাছ ও বিভিন্ন ব্যবসায়ীদের দখলে ছিল। যে কারণে উক্ত সড়কে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজট লেগে থাকত। বিদ্যালয়গামী শিক্ষার্থী ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল বাধাগ্রস্থ হচ্ছিল। সরকার নির্ধারিত বাজার লামাবাজারে বিশাল জায়গা খালি রেখে ফুটপাতে স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

স্থানীয়রা দীর্ঘদিন থেকে ফুটপাত দখলমুক্ত করার দাবী জানিয়ে আসলেও সেটা কোন কাজে লাগেনি। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেটে হেটে ফুটপাত দখলমুক্ত করে নির্ধারিত স্থানে ব্যবসা করাার জন্য সকলকে অনুরোধ জানান।

বৃহস্পতিবার সকালে নিজে উপস্থিত থেকে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, শহরের সকল ফুটপাত পরিস্কার করতে হবে। কোন অবৈধ স্থাপনা রাখা যাবেনা। পর্যায়ক্রমে পুরো উপজেলা জুড়ে অভিযান চলবে। কেহ নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন