আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় মাঠে নেমেছে সেনাবাহিনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১২:২০:০৪

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজেরর বড়লেখায় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার বিকেলে সেনাবাহিনীর দুটি দলকে গাড়ি দিয়ে পৌরশহরে টহল দিতে দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী। এসময় তারা সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করতে নিষেধের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা যায়।

সূত্র জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত এবং মানুষের অবাধ চলাচল ঠেকাতে বড়লেখা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করবে সেনাবাহিনী।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/ এজেএল/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন