আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় হদিস মিলছে না ১৩০ জন প্রবাসীর!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২০:৩৬:০২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় সম্প্রতি বিদেশ থেকে ১৯৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। এরমধ্যে ৬৮জন কোয়ারেন্টিনে ছিলেন। ইতিমধ্যে ৩৫ জনের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। ফলে তারা স্বাভাবিক জীবনে ফিরেছেন। কিন্তু বাকি ১৩০জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে প্রশ্ন ওঠছে, ১৩০জন প্রবাসী কোথায় আছেন?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখায় সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১৯৮জন প্রবাসী দেশে এসেছেন। এরমধ্যে ৬৮জনের সন্ধান পেয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে থাকা ৬৮জনের মধ্যে ৩৫ জন কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ করেছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়েছে। 

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতœদীপ বিশ্বাস বলেন, আমাদের কাছে ১৯৮জনের তালিকা আছে। এরমধ্যে ৬৮জনের সন্ধান পেয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। বাকি ১৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে থাকা ৬৮জনের মধ্যে ৩৫ জনের কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট মেয়াদ শেষ করেছেন। ফলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বলা হয়েছে। তাদের মধ্যে কারো করোনার কোনো লক্ষণ নেই। বাকি ১৩০জনের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/লাভলু/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন