আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় মামলা করায় বাদিকে হুমকি, থানায় জিডি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ০০:০৫:৩১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব শত্রুতার জেরে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করায় আসামিরা বাদিকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলার বাদি ভুক্তভোগী ছায়াদ আহমদ তাঁর ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, উপজেলার অজমির গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে ছায়াদ আহমদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মহদিকোনা এলাকার সমছু মিয়া গংদের বিরোধ চলছে। 

এরই জের ধরে গত ১৬ মার্চ বিকেলে বিবাদিরা ছায়াদ আহমদকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় গত ২১ মার্চ তিনি বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

 গত ২৩ মার্চ আসামিরা আদালত থেকে জামিন পায়। ওইদিন বিবাদিরা পৌরশহরের পাখিয়ালা এলাকায় ছায়াদ আলী ও স্ত্রীকে পেয়ে হামলার চেষ্টা করেন এবং হত্যার হুমকি দেয়। 

ঘটনার পর থেকে তিনি আতঙ্কে রয়েছেন। এই ঘটনায় ওইদিনই (২৩ মার্চ) ছায়াদ আহমদ তাঁর ও পরিবারের নিরাপত্ত চেয়ে থানায় একটি জিডি (নং-১১১৩) করেছেন। 

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/এজেএল 

শেয়ার করুন

আপনার মতামত দিন