আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় হাইটেক ইসলামিক একাডেমির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৬:৪২:৫৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে অঘোষিত লকডাউন।

এই অবস্থায় কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গরীব ও নিম্ন আয়ের মানুষ।

অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে হাই-টেক ইসলামিক একাডেমি।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

একাডেমি প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহিম, এমডি মাওলানা আব্দুল্লাহ খান, এফডি নিজামুল হক, রেক্টর জিল্লুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, একাডেমির ডিরেক্টর আবুল হোসাইন, নূরুল ইসলাম, আব্দুর রব, রায়হান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০১ মার্চ ২০২০/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন