আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে এ্যাকশনে সেনাবাহিনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৬:৫৬:৫২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে টহল জোরদার করেছে বাংলাদেশ  সেনাবাহিনী।

বৃহস্পতিবার জেলা শহরের চৌমুহনা, পশ্চিমবাজার, কুসুমবাগ, চাঁদনীঘাটসহ শহরের প্রধান প্রধান সড়কে সামাজিক দূরত্ব নিশ্চিত করেত টহল দিতে দেখা যায়।

এদিন সকাল থেকে যানচলাচল ও লোক সমাগম বাড়তে দেখা যায়। যা গত কয়েকদিনের চেয়ে বেশি।

এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সাথে মাঠে তৎপর হয় পুলিশ ও সেনাসদস্যরা। যানবাহনসহ পথচারীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার আহবান জানানো হয়। অনেককে ঘরে ফেরত পাঠায় সেনাবাহিনীর সদস্যরা।

করোনা সচেতনতায় করনীয় এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে মাইকিং করেছে তারা।

এরপর শহরে লোকসমাগম ও যানচলাচল কমতে থাকে। এদিকে শহরের চৌমুহনা এলাকায় অপ্রযোজনে বের হওয়া প্রায় ৫০টি ইজিবাইক (টমটম) ও সিএনজি-চালিত-অটোরিকশা কয়েক ঘন্টা আটক করে রাখে পুলিশ।

সঠিক কগজপত্র না থাকায় একট মোটর সাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমনা করা হয়।

এ অভিযানে সদর উপজেলা নির্বাহি অফিসার মো. শরীফুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন।

এদিকে ৭টি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজারে টহল দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন