আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে ঝটিকা অভিযানে ৬ জনকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ২৩:০২:৫৫

জুড়ী প্রতিনিধি :: সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জুড়ীতে সেনা বাহিনী ও পুলিশের সমন্বয়ে উপজেলা শহরে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। অভিযানকালে শহরে অহেতুক যান চলাচল বন্ধ করা হয় এবং অযথা বাজারে ঘুুরতে থাকা লোকজনদের বাাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।

এসময় সড়ক পরিবহন আইন মোতাবেক বড়ধামাই গ্রামের আছাদ উদ্দিনকে ৫ হাজার, বেলাগাঁও গ্রামের মাসুক আহমদকে ৫ হাজার, রাজশাহীর জাহাঙ্গীর আালমকে ৩ হাজার, ক্লিবডন চা বাগানের রাম অলমিককে ৩ হাজার, গোয়ালবাড়ী গ্রামের আবুল কালামকে ৩ হাজার ও ভবানীগঞ্জ বাাজারের দেওয়ান মারজানকে ৩ হাজার টাকাসহ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/২ এপ্রিল ২০২০/এলএম/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন