আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে করোনা প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা-সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৯:৩২:০৫

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভার মসজিদের ইমামাদের নিয়ে করোনা প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা-সভায় স্যানেটাইজার মাস্ক ও আর্থিক অনুদান প্রদান করা হয়। 

পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনাম উদ্দিন, গোপালনগর জামে মসজিদের খতিব মাও. নুরুল ইসলাম হায়দারী, কেরামত আলী জামে মসজিদের খতিব মাও. দেলোয়ার হোসেন, কমলগঞ্জ সরকারী কলেজ জামে মসজিদের খতিব মুফতি আং করিম, থানা মসজিদের খতিব মাও. আলাউদ্দিন, নছরতপুর জামে মসজিদের খতিব মাও. বাহার আলী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিল রাসেল মতলিব তরফদার। 
পৌরসভা ও সকল ওয়ার্ডের সব মসজিদের ইমামদের মাধ্যমে নামাজের পরিছন্নতা, নিরাপদ দূরত্ব বজায় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচার করার অনুরোধ জানানো হয়। এছাড়া  সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগণ অংশগ্রহন করেন। 
পরে দেশবাসীকে এই করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরনের জন্য দোয়া অনুষ্টিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/জেএ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন