আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে কিশোরীর করোনা সন্দেহ, বাসায় লাল ঝান্ডা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ২২:৩১:২৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা সন্দেহে এক কিশোরীকে সিলেটে প্রেরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার বাড়ি শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগ এলাকায়।

উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে মেয়েটির বাড়িতে যাওয়ার রাস্তার মুখে লাল ঝান্ডা লাগিয়ে দেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই কিশোরীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, মেয়েটির শ্বাসকষ্ট রোগ ছিল, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠিয়ে দেই। সেখানে তার করোনা পরীক্ষা করার পর  আক্রান্ত কি না জানা যাবে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার একই এলাকায় এই কিশোরীর পাশের বাসায় মধ্যবয়সী এক নারী শ্বাসকস্ট জনিত রোগে মারা যান। 

এ ঘটনায় স্থানীয় প্রশাসন কর্তৃক লাল ঝান্ডা টানিয়ে দেয়ার পাশাপাশি মেয়েটির বাড়ির আশপাশের ১৩৪ জন ব্যক্তিকে নিজ নিজ ঘরে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন মেয়েটির মেডিকেল রিপোর্ট আসার আগে পর্যন্ত তাদের নজরে রাখা হবে বলে জানা গেছে ।

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/ওএফএন/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন