Sylhet View 24 PRINT

করোনায় কানাডায় মারা গেলেন মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা তুতিউর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ২০:৫১:৪০

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরন্টোপ্রবাসী মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান মারা গেছেন। তিনি করোনায় মৃত্যুবরণকারী দ্বিতীয় বাংলাদেশি কানাডিয়ান।

গতকাল রবিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় টরন্টোর একটি হাসপাতালে মারা যান তিনি।

মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব টরন্টোর উপদেষ্টা, মুক্তিযোদ্ধা তুতিউর রহমান ছিলেন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের বাসিন্দা ছিলেন।

তুতিউর রহমানের শ্যালক আবদুল জব্বার জানান, আট–নয় দিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কয়েক দিন।

তুতিউর রহমান স্ত্রী, প্রকৌশলী ছেলে তামিন রহমান, বড় মেয়ে তানি রহমান (স্থানীয় হাসপাতালে নার্স), হাইস্কুলে পড়ুয়া ছোট মেয়ে তাইরা রহমানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

তুতিউর রহমানের মৃত্যুর খবরে তাঁর প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টরন্টোতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ প্বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমরা করোনার কারণে হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি জাতির শেষশ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা নিয়ে আমরা প্রচেষ্টা শুরু করেছি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে অন্টারিও প্রাদেশিক সরকার নানা বিধিনিষেধ জারি করেছে। আমরা এই পরিস্থিতির মাঝে নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করছি।’

এদিকে সংগঠনের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা তুতিউর রহমানের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/প্রথমআলো/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.