আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় নিজ উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৭:৫৩:৩৭

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শরিফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় নছিবুর রহমান নাসিমের অর্থায়নে মাদারস্ ফাই মেডিকেল সার্ভিসেস লিঃ এর সহযোগিতায় ঔষধ বিতরণসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন, পল্লী চিকিৎসক ডা. মামুনুর রশীদ, ডা. মো. কামরুজ্জামান সিমু, ডাঃ আহমদ আলী, ডাঃ চাম্পা লাল দে। উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য, ইসমাইল আলী, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান হাজী নছিবুর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

শরীফপুরের চান্দপুর, তেলিবিল গ্রামে প্রায় ১৫০জন জ্বর, সর্দি, কাশির রোগীদের মাঝে এ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আগামীতেও  এ সেবা ধারাবাহিক ভাবে চলবে।


সিলেটভিউ২৪ডটকম/০৭ এপ্রিল ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন