আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শমশেরনগর গেষ্ট হাউজ থেকে অসামাজিক কাজে কিশোর-কিশোরী আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৭:৪৬:০৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনায় আতঙ্কিত দেশের মানুষ যখন উদ্বিগ্ন ঠিক তখন শমশেরনগর ইউকে গেষ্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কিশোর-কিশোরীকে এলাকাবাসি কর্তৃক আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

বুধবার বিকালে এ ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের এয়ারপোর্ট সড়কের পাশে ইউকে গেষ্ট হাউসে সিএনজি যোগে এক কিশোর-কিশোরী আসে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ওই গেষ্ট হাউস ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

খবর পেয়ে নির্বাহী অফিসার শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ আটক করে ফাঁড়িত নিয়ে আসেন।

আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান (৩০) একই এলাকার আনিছ মিয়ার এইচএসসি (২য় বর্ষ) পড়ুয়া মেয়ে (১৭)।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৯ এপ্রিল ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন