আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৭:৪৯:১৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে ঘরে আটকা পড়া খেটে খাওয়া অসহায় মানুষজনের জন্য পৌরসভায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভার ভানুগাছ বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম আজাদুর রহমান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

একজন ক্রেতা সপ্তাহে তিনদিন ১০ টাকা দরে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/জয়নাল/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন