আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীর কর্মহীন ২২০ পরিবারে প্রবাসীদের উপহার প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৫ ২৩:৪৯:১০

জুড়ী প্রতিনিধি  :: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ২২০টি পরিবারে উপহার সামগ্রী প্রদান করলেন প্রবাসে বসবাসরত এ ইউনিয়নের দানশীল ব্যক্তিরা।

শুক্রবার দুপুরে ইউনিয়নের গোবিন্দপুর, দুর্গাপুর, জামকান্দি গ্রামের ২২০ পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় ইউপি সদস্য ইয়াকুব আলী, ছওয়াব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সমাজ সেবক খালেদ হোসাইন অভি, ছাত্রলীগ নেতা রাজিবুর রহমান, সাংবাদিক আব্দুস সবুর, আব্দুল হান্নান, আজিম উদ্দিন, ছবুর, আবু তাহের, জয়নুল আবেদীন, রোমান আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর পূর্বে গত ২২ এপ্রিল ইউনিয়নের বড়ধামাই, টালিয়াউরা, দক্ষিণ বড়ধামাই (শরীফকোনা) ও ছোটধামাই গ্রামের ৫৩০ পরিবারে উপহার সামগ্রী দেয়া হয়।

করোনাভাইরাস কেন্দ্রিক বৈশ্বিক মহামারীতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত অন্যান্যদের মত এ ইউনিয়নের বাসিন্দারাও গৃহবন্দী হয়ে আছেন। একই কারণে দেশে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। নিজেরা দুর্ভোগে থেকেও নিজ ইউনিয়নের মানুষের দুর্ভোগে মানবতার হাত প্রসারিত করেন প্রবাসীরা।

আমেরিকা প্রবাসী নাসির উদ্দিন, হাজী মোহাম্মদ আব্দুল মুক্তাদির, আয়্যাকপাম বিজন, জামিল আহমদ, রাহেদ উদ্দিন, সালেক সানি, সাহেদ আহমেদ, লন্ডন প্রবাসী ফখরুল ইসলাম, জালাল মিয়া, ইফতেখার উদ্দিন, আরব আমিরাত প্রবাসী হাজী আজমল আলী, ফখরুল ইসলাম, মুজিব আহমদ, কানাডা প্রবাসী সেলিম উদ্দিন, আজিম আহমদ, ফ্রান্স প্রবাসী রুহেল উদ্দিন, দেলোয়ার আহমদ, হাবিবুর রহমান, কাতার প্রবাসী রিয়াজ আহমদ, সাইন উদ্দিন রুহেল, সুহেল আহমদ, রুমেল উদ্দিন, ইতালি প্রবাসী জাহেদ হাসান আবু বক্কর ও সৌদি আরব প্রবাসী মুহিবুর রহমানসহ অন্যান্যদের অর্থায়নে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০২০/এলএম/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন