আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরের কামারচাকে অলিলা গ্রুপের শাড়ি লুঙ্গি বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২১ ২২:০১:৩৯

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: করোনা ভাইরাসের কারণে আজ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। স্বল্প আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে অভাব অনটন। তাই রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কর্মহীন অসহায় হতদরিদ্র বির্পযস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অলিলা গ্রুপ, অগ্রণী ব্যাংক লি. ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে অলিলা গ্রুপ, অগ্রণী ব্যাংক লি. ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫০০টি পরিবারের কর্মহীন অসহায় হতদরিদ্রের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। 
বিতরণ কাজ শুরুর আগে বিদ্যালয় মাঠে এক আলোচনা-সভা পরিচলনা কমিটির সভাপতি অলিলা গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত   বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। এ  উপস্থিত ছিলেন ছাড়াও এলাকার বিশিষ্টজনরা।
সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০২০/এআরএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন