আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছিন্নমূল মানুষের জন্য মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির ভালবাসা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ০১:২৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: করোনা পরিস্থিতির কারণে অনেকা কর্মহীন হয়ে পড়েছেন ছিন্নমূল মানুষ। সেইসব মানুষদের জন্য অন্যরকম ভালবাসা দেখালো মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি। ছিন্নমূল মানুষদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসমাগ্রী দেয়ার পাশাপশি কিছু মানুষকে ঘর নির্মাণের জন্য টিনও প্রদান করা হয়েছে।

মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির মডারেটর সাইদুর আহমেদ সজিব জানান, রামাদ্বান আসার পর থেকেই সবাই সবার পক্ষ থেকে যেভাবে পারতেছেন মানুষকে সহযোগিতা করতেছেন। আমাদের মৌলভীবাজারের অনেক সংঘটন রয়েছে যারা মানুষের ঘরে ঘরে নিয়েও খাবার সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দেখামতে যারা ছিন্নমূল মানুষ, একেবারে রাস্তায় থাকেন, তাদের খুবই অল্প পরিসরে হলেও তেমন একটা সাহায্য করেন নাই। আমরা মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি প্রতি বছরই অল্প পরিসরে হলেও কিছু উপহার সামগ্রী বিতরণ করে থাকি। তাই আমরা এবার আমাদের শহরের পশ্চিম বাজারের কিছু ছিন্নমূল মানুষদেরকে এই সাহায্য পৌঁছে দেবার চেষ্টা করি। ৩৫জন ছিন্নমূল মানুষের এবং ৩৫টি মধ্যবৃত্ত পরিবারকে আমরা এই উপহার সামগ্রী প্রদান করেছি। এই করুনা মহামারীতে সবার কাছে একটাই আকুল আবেদন ছিন্নমূল মানুষদেরও সাহায্য করুন।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/ওফানা/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন