Sylhet View 24 PRINT

শ্রীমঙ্গলে এক কিশোর করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ০১:৪৭:৪৮

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার এক চিকিৎসকের সংস্পর্শ থেকে ১৬ বছরের এক কিশোরের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

ওই কিশোরের বাড়ি সদর ইউনিয়নের শহরতলীর সবুজবাগের ভৈরবতলী এলাকা নামক স্থানে। এ পর্যন্ত এ উপজেলায় ৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেলের ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি জানান, গত ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি জেলা সদরে এক ডাক্তারের নিকট পায়ের চিকিৎসা করিয়েছিলেন। পরে ওই ডাক্তারের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ার কারণে তারা এই যুবকের নমুনা সংগ্রহ করেছিলেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/এসআই/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.