আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় অসহায় মানুষের মাঝে দুই লাখ টাকা বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ২১:১২:১০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় এবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি সংগঠন দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

সংগঠনের উদ্যোগে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৪০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে। এই অর্থ গরীব, অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী পেয়েছেন।

গত ২৪ রমজান থেকে টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়ে শুক্রবার (২২ মে) বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

বিতরণের সময় সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি নুরুল ইসলাম শাহীন, মাস্টার বেলাল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটি এর আগে বড়লেখা উপজেলার প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশপাশের ১১টি পরিবারকে ১ মাসের খাদ্য সহায়তা দিয়েছিল।

সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমাদ আহমদ জানান, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের হাতে টাকা নেই। ঘরে খাবার নেই। অনেকেই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাই মানবিক কারণে আমরা এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের আর্থিকভাবে সহায়তা করেছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/লাভলু/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন