Sylhet View 24 PRINT

জুড়ীতে প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে টিউবওয়েল প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১২:১৭:৫৮

জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলার সেবামূলক সংগঠন প্রবাসী রেমিট্যান্স সমাজ কল্যাণ পরিষদ সমাই বাজার-এর পক্ষ থেকে একটি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। স্থানীয় উত্তর বড়ডহর গ্রামের প্রায় ১৫টি পরিবার দীর্ঘদিন থেকে বিশুদ্ধ খাবার পানি সংকটে ভোগছিল। উক্ত সংগঠন তাদের পানির অভাব দুর করতে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়।

এদিকে সমাই বাজার পাঞ্জেগানা মসজিদের ওজুখানার পানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিন থেকে বিকল হয়ে পড়েছিল। এ সংগঠন সম্পূর্ন নতুন করে ওজুখানার পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ করে দেয়।

সংগঠনের সদস্য কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী, মো: ফয়জুর রহমান, আরব আমিরাত প্রবাসী নাসির উদ্দিন, আব্দুল হান্নান, আজমল আলী ও সৌদি আরব প্রবাসী নাজিম উদ্দিনের অর্থায়নে প্রকল্প দু’টি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার বিকেলে কাজ পরিদর্শন করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপদেষ্টা নজরুল ইসলাম নয়ন ও সাবেক ইউপি সদস্য আব্দুস সহিদ আব্দুল্লাহ।


সিলেটভিউ২৪ডটকম / ২৩ মে, ২০২০ / এম.এ.এল / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.