আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় আরও একজনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ১৪:৫১:৩৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় আরও এক যুবকের (৩০) করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে। আক্রান্ত ওই যুবকের বাড়ি উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি বিয়ানীবাজার হাসপাতালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। আজ তাঁর প্রতিবেদন পাওয়া গেছে। এতে তাঁর করোনা পজিটিভ আসে। ওই যুবকের শরীরে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই। তিনি নিজ বাড়িতে রয়েছেন। উপজেলা প্রশাসন তাঁর বাড়ি লকডাউন করেছে।

বড়লেখা উপজেলায় এ পর্যন্ত মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেছেন। অন্য আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক ও একজন ওয়ার্ডবয় রয়েছেন। তিন চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন। এছাড়া আক্রান্ত অন্য ৬ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন