আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, কোয়ারেন্টাইনে পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ১৭:৩১:৩০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু।

বুধবার রাত ৯টায় সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে নিজ বাড়িতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহের পর হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে পরিবারকে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক বাবুল মিয়া (৬০) দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। হঠাৎ রক্তবমি হওয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম রাতেই নিহতের নমুনা সংগ্রহ করেন। তাদের পরিবার সদস্যদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

আশপাশ এলাকার লোকজন জানান, বাবুল মিয়ার মৃত্যুর পর তার পরিবার সদস্যরা শ্বাসকষ্ট ও রক্তবমি হয়ে মারা যাওয়ার বিষয়টি চেপে রাখেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার কোন উপসর্গ ছিল না। এর পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন