আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে সেঞ্চুরীর পথে করোনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৬:৩৭:০২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলায় সেঞ্চুরী করতে যাচ্ছে করোনা। এ পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আর দুইজন আক্রান্ত হলেই জেলায় কোভিট-১৯ এ আক্রান্তের সংখ্যা সেঞ্চুরীতে দাঁড়াবে।

প্রবাসী অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা।

সর্বশেষ আজ শুক্রবার একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ইতিমধ্যে করোনা পজিটিভ শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলার আব্দুল আহাদ গত ২৬ মে নিজ বাসায় মারা যান।

এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন। মারা গেছেন ৩ জন।

বিষয়টি জেলা প্রশাসনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ আছে, বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৩৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৩জন, আইসোলেসন ১০জন আছেন।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন