আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এসএসসিতে মৌলভীবাজারে পাশের হার ৮০.৮৮, এগিয়ে মেয়েরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৪:১৩:০৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: এবারের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলার পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। এদের মধ্যে এগিয়ে আছেন মেয়েরা।

রবিবার বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা অফিস জানায়, মৌলভীবাজার জেলার এসএস সি ফলাফল মোট পরিক্ষার্থী ২৪ হাজার ৩৯৫ জন। এরমধ্যে মোট উত্তীর্ণ শিক্ষার্থী ১৯ হাজার ৭০১জন। যা শতকরা ভাগে ৮০.৮৮ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৫জন।

সূত্র জানায়, পরীক্ষায় অংশ নেয়া মোট ছাত্রের সংখ্যা ৯ হাজার ৮৯১জন, পাস করেছেন ৮ হাজার ১৮৫জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ শত ২৭জন।

মোট ১৪ হাজার ৫০৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। মোট পাস করেছেন ১১ হাজার ৫৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৩৮জন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/ওফানা/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন