আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় আরও দুজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ২২:৫৮:৪৭

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা  :: মৌলভীবাজারের বড়লেখায় আরও দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনেই পুরুষ। তাদের দুজনের বাড়ি উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের উত্তরভাগ গ্রামে। তাদের একজনের বয়স ৫০ এবং অপরজনের বয়স ৩৫। 


তাদের মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। উপজেলা প্রশাসন আক্রান্ত দুজনের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১১জনের। এর মধ্যে ৩জন সুস্থ হয়ে ওঠেছেন। 



বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস রোববার রাত সাড়ে ১০টায় এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের দুজনের মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। সম্প্রতি তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রাতে তাদের রিপোর্ট এসেছে। দুজন করোনা শনাক্ত হয়েছে।  তাদের দুজনের বাড়ি উত্তরভাগ এলাকায়। প্রশাসন তাদের দুজনের বাড়ি লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/লাভলু 

শেয়ার করুন

আপনার মতামত দিন