আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জিপিএ-৫ পেয়েছে বাশার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ০০:৫৯:১০

জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের ভাতিজা, ভোগতেরা গ্রামের আজমল আলীর পুত্র আবুল হাসান মো. বাশার চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।

মো. তাজুল ইসলামের অপর ভাতিজা, হযরত শাহ খাকী (রহ.) ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল ওয়াহিদের পুত্র জুবায়ের আহমদ জিপিএ ৩.২২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দু’জনই জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়। বাশারের বড় ভাই আবু সাঈদ মো. শরীফ ২০১৪ সালে একই বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

ভাতিজাদ্বয়ের এ সাফল্যে মো: তাজুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু শিক্ষকদের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। অভিভাবকরাও দায়িত্বশীল হতে হবে, সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। তবেই ভাল ফলাফল আশা করা যায়।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/এমএএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন