আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জুড়ীতে ১ জনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ০১:১৬:৪৭

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে এক জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নমুনা গত ৩০ মে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয় এবং ১ জন মারা যান।

তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখে তার বাড়ী লকডাউন করা হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত জুড়ীতে ৩২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ২৪২ জনের ফলাফল আসে। তার মধ্যে ১২ জনের করোনা পজেটিভ। ১২ জনের মধ্যে ২ জন পুলিশ সদস্য সিলেটে চিকিৎসা নেন। সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। ইতিমধ্যে ৯ জন ছাড়পত্র পেয়েছেন। যদিও ১২ জনের কারো শরীরে কোন উপসর্গ নেই।

এদিকে জুড়ী উপজেলার বাসিন্দা দুুই নারী-পুরুষ অন্যান্য রোগে সিলেটে চিকিৎসাধীন থাকাবস্থায় তাদের করোনা শনাক্ত হয়। অপর একজন কিডনী রোগী সিলেটে ডায়ালাইসিসে থাকাবস্থায় তার করোনা শনাক্ত হলে ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মে মারা যান।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/এমএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন