আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে অজ্ঞান পার্টির কবলে পিতা-পুত্র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ০১:১৮:২৪

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন আনা মিয়া (৭০) ও তার পুত্র সাইবুল ইসলাম (১১)। ঘটনাটি মঙ্গলবার রাত দশটায় উপজেলার পূর্র্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ কালাছড়া গ্রামে ঘটেছে।

আনা মিয়ার মেয়ে শামীমা (১৪) জানায়, তার ছোট ভাই সাইবুল ইসলাম (১১) গত কয়েকদিন থেকে প্রতিবেশী বলাই মিয়ার পুত্র ফাহিম (২৫) এর সাথে কাটমিস্ত্রী কাজের সহকারী হিসেবে কাজে যায়। এ সুবাধে ফাহিম মঙ্গলবার রাতে আমাদের বাড়ীতে এক বোতল জুস নিয়ে আসে। আমার মা, বাবা, ভাইসহ আমাকে জুস খেতে অনুরোধ করে। আমি খেতে রাজি হইনি। আমার মা মুখে দিয়ে ফেলে দেন। এক পর্যায়ে জোর করে আমার বৃদ্ধ বাবা ও ছোট ভাইকে জুস খাইয়ে চলে যায়। কিছুক্ষণ পর বাবা ও ছোট ভাই অজ্ঞান হয়ে পড়েন। রাতেই বাবাকে জুড়ী আধুনিক (প্রাঃ) হাসপাতালে নিয়ে ভর্তি করি। আজ (বুধবার) সেখান থেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। ছোট ভাই স্থানীয় ভাবে চিবিৎসায় কিছুটা সুস্থ হয়।

শামীমার মামা ইয়ারছ আলী বলেন, ফাহিম জুসের সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ বা চেতনা নাশক কোন কিছু খাওয়ায়। আনা মিয়ার চারটি ছাগল চুরি করা বা মেয়েটির ক্ষতি করা এরকম কোন উদ্দেশ্যে ফাহিম এ কাজ করতে পারে। আনা মিয়া সুস্থ হবার পর পঞ্চায়েতের মুরব্বীদের সাথে পরামর্শক্রমে থানায় মামলা করা হবে।

৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ অনিক বুধবার রাত দশটায় জানান, রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/এমএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন