আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শ্রীমঙ্গলে আরও নতুন দুই করোনা রোগী শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ১৪:১২:০৭

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও দু,জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন (২৪) শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার এবং অপরজন (২৩) সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুরের বাসিন্দা।

বুধবার (৩ জুন) রাতে তাদের রিপোর্ট সিলেট থেকে পজেটিভ আসে। এছাড়া পুরনো একজনের দ্বিতীয়বার পজিটিভ রিপোর্ট আসে। তিনি শহরের মিশন রোডের বাসিন্দা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গত ৩০ মে ওই দুজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত দুজনের একজন একটি কলেজের নৈশপ্রহরী এবং অপরজন মুদি দোকানি।

এছাড়া মিশন রোডের বাসিন্দা একজনের দ্বিতীয়বার রিপোর্ট পজিটিভ এসেছে। তারা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, 'নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। ওই দুই ব্যক্তির পরিবারে সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।'

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলায় ৩২ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৪ জন।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/এসআই/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন