আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ১৬:১০:২৫

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গত দু’দিনের টানা বর্ষণে উজান থেকে ভারতীয় পাহাড়ি ঢলে বিপদ সীমার উপর দিরেয় প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি।

পাশাপাশি লাঘাটা, ক্ষিরনীসহ সবকটি পাহাড়ি ছড়ার পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি স্থান ঝূঁকিপূর্ণ থাকায় বাঁধ ভেঙ্গে আশঙ্কা রয়েছে বন্যার।

স্থানীয় ভাবে জানা যায়, কয়েক দফা ভারী বর্ষণে উজান থেকে ভারতীয় পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বাড় থাকে। তাই ধলাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে। ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে ধলাই রেল সেতু এলাকায় পানি বিপদ সীমার ১৯ দশমিক ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখা গেছে।

তবে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সূত্রে, ধলাই নদী পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, নদী ও ছড়ার দিকে সার্বিক নজরদারি করছে উপজেলা প্রশাসন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, ধলাই নদীর পানি বিপদ সীমার ১০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুর ১২টায় ধলাই নদীর পানি ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/০৪ জুন ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন