আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় ফায়ার সা‌র্ভিসের স্টাফ ও জাসদ নেতাসহ ক‌রোনায় আক্রান্ত ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৫ ২১:২৯:১৪

শা‌কির আহমদ, কুলাউড়া :: মৌলভীবাজা‌রের কুলাউড়া উপজেলায় এবার ফায়ার সা‌র্ভি‌সের স্টাফ, জাসদ নেতাসহ ৩ জন ব্য‌ক্তির কো‌ভিড-১৯ রি‌পোর্ট পজে‌টিভ এ‌সে‌ছে। আক্রান্ত সক‌লের বয়স ৩৫ থে‌কে ৪৬ বছ‌রের ম‌ধ্যে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় তথ্য‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য, প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ‌মো. নুরুল হক। তি‌নি জানান, ঢাকার শে‌রে বাংলা রো‌ডস্থ ন্যাশনাল ইন্স‌টি‌টিউট অব ল্যাব‌রেট‌রি মে‌ডি‌সিন এণ্ড রেফা‌রেল সেন্টার থে‌কে রি‌পোর্টগু‌লো প‌জে‌টিভ আ‌সে।

তি‌নি জানান, গত ৩১ মে ৭ জন ক‌রোনা স‌ন্দে‌হে নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন্য ঢাকায় পাঠা‌নো হয়। এর ম‌ধ্যে ৩১ মে তা‌রি‌খের রি‌পোর্টে ৩ জ‌নের প‌জে‌টিভ এ‌সে‌ছে।

তাঁদের ম‌ধ্যে কুলাউড়া ফায়ার সা‌র্ভি‌সের স্টাফ ১জন (বয়স ৩৫), কাদিপুরের মনসুর এলাকার ১জন (বয়স ৪৬), জয়চন্ডি ইউ‌নিয়‌নের মীরশংকর এলাকার ১জন (বয়স ৪৫)।

এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে। ত‌বে এরম‌ধ্যে ৮ জন ব্য‌ক্তি সুস্থ্য হ‌য়েছেন ব‌লে জানা গে‌ছে।

কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য, প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, ‌কো‌ভিড-১৯ রি‌পোর্ট প‌জে‌টিভ ৩ জ‌নকে জানা‌নো হ‌য়ে‌ছে। সকল‌কে নিজ বা‌ড়ি‌তে আই‌সো‌লেশ‌নে থাকার জন্য প্র‌য়োজনীয় নি‌র্দেশনা প্রদান করা হ‌বে। এছাড়াও আক্রান্ত‌দের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ ৫ জুন ২০২০/ শাকির/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন