আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ায় আরও একজন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২২ ১৭:০৬:৩৬

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন চিকিৎসকসহ নতুন করে ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।

এর ম‌ধে্য একজন হলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ১ জন এবং আ‌রেকজন কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার আব্দুল বাতেন। তবে গত ১৫ জুন হাসপাতালের আক্রান্ত চিকিৎসক আশরাফ হোসেন ভূঁইয়ার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার (২২ জুন) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। এর আগে গত ২১ জুন ৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।

এনিয়ে কুলাউড়ায় আক্রান্তের সংখ্যা ৬৩ জন। তবে এর মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

গত ২১ জুন করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার দেখিয়ারপুর এলাকার ১ জন, কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের মাহদি ফার্মেসির ১ জন এবং কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের রামগোপাল ফার্মেসির ২ জন সহ মোট ৪ জন।

আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।


সিলেটভিউ২৪ডটকম/ ২২জুন, ২০২০/ শাকির

@

শেয়ার করুন

আপনার মতামত দিন