আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় চোরাই পথে আসা ৩০টি ভারতীয় মহিষ আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৫ ১৭:১০:১৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে ৫২ বিজিবি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকা থেকে  মহিষগুলো আটক করা হয়। এসময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। এদিকে বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন সূত্রের ভিত্তিতে খবর পান বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান দেশের অভ্যন্তরে ঢুকেছে। এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র যৌথ ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কিলোমিটার মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন। এসময় ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করেন। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০২০/লাভলু

শেয়ার করুন

আপনার মতামত দিন