Sylhet View 24 PRINT

বড়লেখায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ০১:৫৮:১২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ ছাড়িয়েছে। গতকাল বুধবার (০২ জুলাই) সকালে নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। এরমধ্যে ২০জন সুস্থ হয়ে ওঠেছেন। নতুন শনাক্ত হওয়া রোগীদের বাড়ি উপজেলার নিজবাহাদুরপুর, বড়লেখা সদর ও সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকে আরও সাতজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে দুজন বিয়ানীবাজারে হাসপাতালে নমুনা দিয়েছিলেন। তাদের রিপোর্ট সিলেট থেকে এসেছে। বাকি ৫ জন বড়লেখা হাসপাতালে দিয়েছিলেন। তাদের রিপোর্ট ঢাকা থেকে এসেছে। আক্রান্ত ৭জনের মধ্যে দুজনেক সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন বাড়িতে আইসোলোশনে রয়েছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। 


সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/লাভলু

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.