আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

করোনায় মৃত্যু: একদিনে দুই ব্যক্তির লাশ দাফন করলো তাকরীম ফিনারেল ফাউন্ডেশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ১১:৪২:১৯

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই ব্যক্তির লাশ দাফন করেছে তাকরীম ফিনারেল ফাউন্ডেশন।

শুক্রবার (৩ জুলাই) সিলেটভিউকে বিষয়টি জানিয়েছেন জানাজার ইমাম মাওলানা মাহফুজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তফজ্জুল হোসেন (৭৩) ও মহসিন রেজবীর নামের দুই ব্যক্তি। পরে বিষয়টি তাকরীম ফিনারেল ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে জানাজা ও দাফনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরো জানান, মৃতদের মধ্যে তফুজ্জুল হোসেন মৌলভীবাজারের সোনাপুর গ্রামের বাসিন্দা। আর মহসিন মৌলভীবাজার মডেল থানার অবসরপ্রাপ্ত এসআই। প্রথমে সোনাপুরের তফজ্জুল হুসেন ও পরে এসআই মহসিন রেজবীর লাশ দাফন করা হয়।

এর আগে জানাজার নামাজে অংশ নেন মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আয়াছ আহমদ, তাকরীম ফিনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম জুনেদ, সহকারী টিম প্রধান এস এম কিবরিয়া, আলমগীর আহমদসহ অন্যান্য সদস্যরা। উভয় জানাজায় ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/৩ জুলাই ২০২০/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন