আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ১৮:১৪:৩০

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৮৫) মৃত্যু হয়েছে।

সোমবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামের ওই বৃদ্ধ গত রবিবার হৃদ রোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখান থেকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়। বৃদ্ধের শ্বাসকষ্ট ও জ্বর থাকার কারণে ডাক্তাররা করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেন।

গভীর রাতে ছোটধামাই গ্রামে কোভিড ১৯ লাশ দাফন টিম, কুলাউড়ার সদস্যরা ধর্মীয় রীতিতে লাশের দাফন কাজ সম্পন্ন করে।

এ সময় জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা বেগমসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনীক জানান, তিনি জুড়ীতে ভর্তি হলে সেখানে কোন উপসর্গ পাওয়া যায় নি। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর রোগীর শরীরে করোনার উপসর্গ পেয়েছেন বলে সেখানকার ডাক্তাররা জানিয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/০৭ জুলাই ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন