আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গল অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ০০:৫০:২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উত্তোলিত বালুসহ একটি মিনিট্রাক পাওয়া যায়। বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে শ্রীমঙ্গল ভানুগাছ রোডের বাসিন্দা আলকাছ কমিশনারের ভাই গুনায়েদ হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার অর্থদণ্ড প্রদান ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন বলেন, শ্রীমঙ্গল উপজেলার সর্বত্র এলাকায় অবৈধ উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/এসএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন