আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জুড়ীতে ৫ গাঁজাসেবিকে ১৩ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ০১:৪১:২০

জুড়ী প্রতিনিধি :: জুড়ীতে ৫ জন গাঁজা সেবনকারীকে হাতে নাতে আটক করে ১৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম। তবে তিনি ওদের নাম, ঠিকানা প্রকাশ করেননি।

জুড়ী থানার পুলিশের উপস্থিতিতে রবিবার রাত প্রায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের নির্মাণাধীন একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম জানান, কলেজ, মেডিক্যাল ও ভার্সিটিতে অনার্স মাস্টার্স পড়ুয়া ৫ জন মেধাবী তরুণ জুড়ীর এক নির্মাণাধীন ভবনের ছাদে বসে মেতেছিল গাঁজার আড্ডায়। তিনজন গাঁজা সেবন করেছে আর অন্য দুজন ছিল তাদের সঙ্গী। তাৎক্ষণিক অভিযানে সামান্য কিছু গাঁজা পাওয়া গেছে তাদের জিম্মায়।

এ বিষয়ে ওরা অনুতপ্ত ও লজ্জিত হয়েছে। ভবিষ্যতে আর কখনো এই পথে পা বাড়াবে না বলে কথা দিয়েছে। সেজন্য এইসব মেধাবী তরুণদের ভবিষ্যৎ বিবেচনায় আইনের কঠোরতা এড়িয়ে ভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্টে তাদেরকে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি তাদের পরিবারকে অবহিত করা হয়েছে ও অঙ্গিকারনামা নেয়া হয়েছে। ভবিষ্যতে তাদের কার্যক্রম মনিটরিং করা হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম আরো জোরালো করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০২০/এমএএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন