আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সাহেদকে নিয়ে মৌলভীবাজার জুড়ে ‘‌তোলপাড়’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ১৫:৪১:৩৪

কমলগঞ্জ প্রতিনিধি :: ঢাকার রিজেন্ট হাসপাতালে করোনা নমুনা পরীক্ষায় জালিয়াতি মামলার প্রধান আসামী সাহেদ ওরফে সাহেদ করিম মৌলভীবাজারের কমলগঞ্জে লুকিয়ে রয়েছে এমন খবরে দিনের পর রাত তোলপাড় চলে।

সাহেদের সন্ধানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার দিয়ে ভারত পালিয়ে যেতে পারেন এমন খবরে সীমান্তবর্তী এলাকাগুলো বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

তবে মঙ্গলবার(১৪জুলাই) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাহেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সারা মৌলভীবাজার জেলা জুড়ে খবর ছড়িয়ে পরে যে সাহেদ মৌলভীবাজারের সীমান্তবর্তী দুই উপজেলা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কোথাও লুকিয়ে রয়েছে।

এমন খবর পেয়ে মাঠে নামে পুলিশ। বিভিন্ন সড়কে এলাকায় যানবাহনে তল্লাশী চালাচ্ছে। শমশেরনগরেও আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়। শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দাঁড়িয়ে যানবাহন তল্লাশি করতে দেখা গেছে।

শমশেরনগর পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সে এই দিকে আছে এমন কোন নির্দিষ্ট তথ্য নেই। যেহেতু সীমান্ত এলাকা তাই সে পালানোর চেষ্টা করতে পারে এটা সন্দেহ অতিরিক্ত সতর্কতা গ্রহন করেছি।

মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, সাহেদ সীমান্ত এলাকায় অবস্থান করছে, এমন খবর ছড়িয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো নজরদারীতে রয়েছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সাহেদ এখানে আছে এই রকম সুনির্দিষ্ট কোন তথ্য নেই। তবে আমরা সতর্ক আছি। এই সতর্কতার নির্দেশ সব যায়গায় দেওয়া আছে।


সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন