আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে দলই চা বাগান চালুর দাবিতে শ্রমিকদের আন্দোলন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-২৯ ১৭:৪৪:৩৮

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগান চালুর দাবিতে কর্মসূচীর দ্বিতীয় দিনেও আন্দোলন করছে শ্রমিকরা। বুধবার (২৯ জুলাই) সকাল ৮ টা থেকে চা বাগানের অফিসের সম্মুখে এ অবস্থান কর্মসূচী ও পদ্মছড়া চা বাগানে মানববন্ধন পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগান কর্তৃপক্ষ আকষ্মিকভাবে বাগান বন্ধ ঘোষনা করায় বিপাকে পড়েছেন বাগানের প্রায় ৬শ’ চা শ্রমিকসহ প্রায় সাড়ে তিন হাজার চা জনগোষ্টি। একদিন পরেই ঈদুল আজহা হলেও মালিক পক্ষের বেআইনী পদক্ষেপের কারণে মুসলিম শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন।

চা বাগান খুলে দেয়ার দাবিতে ও মজুরি প্রদানের জন্য দলই চা বাগান অফিসের সম্মুখে শ্রমিকরা অবস্থান কর্মসূচী পালন করে ও পদ্মছড়া চা বাগানে মানববন্ধন পালন করেছে। দলই চা বাগান কোম্পানীর উপ-মহা ব্যবস্থাপক এম এম ইসলাম স্বাক্ষরিত অফিসের বোর্ডে টাঙানো নোটিশে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ নম্বর ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য চা বাগান সম্পূর্ণ (লক আউট) বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ২৯ জুলাই ২০২০/ জেএ/ পিটি


শেয়ার করুন

আপনার মতামত দিন