Sylhet View 24 PRINT

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বড়লেখা থানার নবাগত ওসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৮ ১৮:৩১:৫৬

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর সরদার।

তিনি বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা হচ্ছেন জাতীর বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন। তাই শুধু পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমন করা সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা খুবই প্রয়োজন।

তিনি শনিবার (০৮ আগস্ট) দুপুরে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংবাদিক রুয়েল কামাল, খলিলুর রহমান, এ.জে লাভলু, এসআই সুব্রত কুমার দাস প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৮ আগস্ট ২০২০/এজেএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.