আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে পেঁয়াজের বাজারে আগুন, ২০ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৫ ১৮:১৯:৪১

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারে হঠাৎ দাম বেড়ে গেছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের।

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মৌলভীবাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্টে সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন