আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে চা শ্রমিকের মাঝে অনুুদানের চেক বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৭ ১৬:৫৮:৩৮

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন আর্থিক অনুুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে চেক বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

অনুষ্টানে ভার্চুুয়ালে প্রধান অতিথি ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্থাপক শহিদুল ইসলাস খান।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বাগান পঞ্চায়েত সভাপদি-সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্টানে উপজেলার ৩৪৪৭ জন চা শ্রমিকের মধ্যে এককালীন পাঁচ হাজার টাকা করে ১কোটি ৭২লাখ ৩৫হাজার টাকা বিতরণের প্রথম পর্যায়ে আজ ২৪৬ জনের মধ্যে চেক বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন