আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে করোনা এন্টিবডি ঔষধ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৭ ১৯:৫৫:০৮

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে রাজনগর প্রেসক্লাব ও ‘করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ’ মৌলভীবাজারের যৌথ উদ্যোগে রাজনগরের বীর মোক্তিযোদ্ধা ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ আর্সেনিক এলবাম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আয়োজিত করোনা প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় করোনা প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি এড. নূরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, রাজনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কামান্ডার সজল চক্রবর্তী প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন, রাজনগর ইউনিয়ন কামান্ডার শিক্ষক আমীর আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, রাজনগর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক শিক্ষক শংকর দুলাল দেব প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তীসহ উপস্থিত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হাথে করোনা প্রতিরোধী হোমিও ঔষধ আর্সেনিক এলবাম তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০২০/এআরএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন