আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মুক্তিযোদ্ধা কটন আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৯ ১৬:১১:১২

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযেদ্ধা কটন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার সকাল ১১টায় স্থানীয় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। এর পূর্বে জাতীয় পতাকায় মরহুমের লাশ আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

এ সময় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ওসি তদন্ত আমিনুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদিদ্দন লেমন, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে পারিবারিক গোরস্তানে লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে কটন আলীর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।


সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন