আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে ‘শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৯ ১৬:৪১:১৫

সিলেট :: মৌলভীবাজারে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার মৌলভীবাজার সদর উপজেলাস্থ শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)'র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

উক্ত মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ ভৌমিক (এম.বি.বি.এস, ডি জিও)।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, মৌলভীজার টোয়েন্টিফোরের সম্পাদক রাহেলল আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য মো. রোমান আহমেদ, মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মিজানুর রহমান সাহেল, মাসুম আহমদ, এদরেজা আহমদ রুবেল প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন