Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৩ ১৮:২৮:১৬

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: মৌলভীবাজারে আসছে শীতে করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ প্রস্তুতি ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. ফারুক আহমদ, মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায় ডা. পার্থ সারথী দত্ত কাননগো, সিভিল সার্জন ডা. তওহিদ আহমদ সহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, আতংক না ছড়িয়ে লোকজনকে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে। হাট-বাজারসহ সবকটি স্থানে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি করা। সভায় প্রশাসনকে সার্বিক বিষয়ে মনিটরিং এর দাযিত্ব পালন করার আহ্বান জানানো হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর ২০২০/এএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.