আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীর দিলখুশা চা বাগানের শ্রমিকদের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৫ ১৬:৩৫:২০

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত দিলখুশা চা বাগানে ২৬ জন শ্রমিকের বাগান দফা (স্থায়ীকরণ) দাবি বাগান মালিকপক্ষ মেনে নেয়ায় কর্মবিরতি থেকে সরে এসেছে চা শ্রমিকরা। শ্রমিকরা শনিবার থেকে কাজে যোগদেবে।

দিলখুশা চা বাগান পঞ্চায়েত সভাপতি বাবুল রিকিয়াশন জানান, বাগান দফায় ২৬ জন শ্রমিককে তালিকাভুক্ত (স্থায়ীকরণ) করার দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষের অনীহার কারণে এদের তালিকাভুক্ত (স্থায়ীকরণ) করা হয়নি।

এমতাবস্থায় আমরা বাধ্য হয়ে শুক্রবার থেকে বাগানে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। শুক্রবার সকাল থেকে বাগানে কাজ বন্ধ ছিল। অবশেষে মালিকপক্ষ দাবি মেনে নেয়ায় শ্রমিকরা কর্মবিরতি থেকে সরে এসেছে। শনিবার থেকে নিয়মিত কাজ চলবে।  


সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০২০/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন