আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ১৫:৫২:০৬

নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দু-জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধতা ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মো আলমগীর হোসেন।

জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ।

প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ভোটার ৯৪৪জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ২০ অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান গত ১৮আগষ্ট মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৬ সেপ্টেম্বর ২০২০/এএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন